কলকাতা: সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন ঘিরে একাধিক মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে। নতুন কিছু মামলাও রুজু হয়েছে। এবার পঞ্চায়েত ভোটের জয়ী এক প্রার্থীও আদালতের দ্বারস্থ হল। জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু জয়ের পরেও কীসের কারণে তিনি আদালতে ছুটলেন? আসলে তাঁর বড় অভিযোগ রয়েছে বিডিওর বিরুদ্ধে।
নন্দীগ্রামের ওই জয়ী বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে জানিয়েছেন, গণনার দিন তিনি জয়ী হন। গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজে সেই ছবি রয়েছে। এমনকি জয়ী হওয়ার পর বিডিও তাঁকে সংশ্লিষ্ট সার্টিফিকেটও দিয়ে দেন। কিন্তু সমস্যা তৈরি হয়েছে এখন। প্রার্থীর অভিযোগ, বিডিও তাঁকে যে সার্টিফিকেট দিয়েছিলেন তা এখন ফেরত চাইছেন। বলা হচ্ছে, তাঁর বিপক্ষে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন তাই সার্টিফিকেট তাঁকে দিতে হবে! এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান তিনি। তবে মামলা দায়েরের অনুমতি দিলেও একাধিক পঞ্চায়েত মামলার শুনানি বকেয়া থাকায় জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন গ্রহণ করেনি আদালত।
এমনিতেই জেলায় জেলায় বিডিওদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রেই জয়ী প্রার্থীদের সার্টিফিকেট ইস্যুতে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগে বিদ্ধ হচ্ছেন তারা। মূলত বিজেপির পক্ষ থেকেই এমন অভিযোগ তোলা হচ্ছে। এর জেরে শুক্রবার, ২১ জুলাই জেলায় জেলায় বিডিওদের অফিস ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির।