কলকাতা: একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের আগে কলকাতা হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী সোমবার পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়৷ আগামী সোমবার পর্যন্ত অর্থ পাচার সংক্রান্ত কোনও মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলেই নির্দেশ উচ্চ আদালতের। ওর পর অভিষেক সংক্রান্ত যাবতীয় নথি তথ্য আদালতে পেশ করতে হবে।
কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন, তা খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে চিঠি মামলায় সুপ্রিম কোর্টের কাছে কোনও রক্ষাকবচ পাননি তিনি৷ এদিকে, অভিষেক বন্দোপাধ্যায়ের ইডি-র এফআইআর খারিজের আবেদনের শুনানি হবে সোমবার বিকেল সাড়ে চারটেয়৷ শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আদালতের বক্তব্য, ‘‘আমরা ইডি-র কাছে জানতে তাঁকে গ্রেফতার করার কোনও প্রয়োজন আছে কিনা। এটা স্পষ্ট হওয়া দরকার যে, তাঁকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন আছে কি না৷
ইডি-র আইনজীবী জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে কবে তলব করার পরিকল্পনা করেছে ইডি, সেটা এখন বলা সম্ভব নয়। এর আগে গত ১৪ জুন অভিষেককে তলব করা হয়েছিল। তিনি আসেননি৷ ভোটে ব্যাস্ততার কথা জানিয়ে সমন এড়ান। তারপরে আর তাঁকে ডাকা হয়নি। ওঁর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য ও নথি আছে ইডি-র হাতে৷