লোকসভা ভোটের আগে এটাই শেষ ২১ জুলাই, কী বার্তা দেবেন তৃণমূলনেত্রী মমতা? অপেক্ষায় দল

লোকসভা ভোটের আগে এটাই শেষ ২১ জুলাই, কী বার্তা দেবেন তৃণমূলনেত্রী মমতা? অপেক্ষায় দল

কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ ২০২৪-এর লোকসভা ভোটের আগে সম্ভবত এটাই তৃণমূলের শেষ ২১ জুলাইয়৷ দলের সকল স্তরের নেতা-কর্মীদের এক ছাতার তলায় এনে আজ তৃণমূলের যে কর্মসূচি, তাতে লোকসভা ভোটের  রণকৌশল নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পটনা এবং বেঙ্গালুরুর বৈঠকের পর জাতীয় স্তরে বিরোধী দলগুলির জোটের যে আবহ তৈরি হয়েছে, তাতে সিপিএম এবং কংগ্রেসের মতো রাজ্যের বিরোধী দলগুলিও রয়েছে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এ দিন বিজেপি’র মতো রাজ্যে শাসকদলের বিরোধী সিপিএম এবং কংগ্রেসকে এক আসনে বসিয়ে তিনি তুলোধোনা করেন কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। সর্বভারতীয় স্তরে ‘ইন্ডিয়া’ তৈরির পর মমতা বন্দ্যোপাধ্যায় বাম-কংগ্রেসের প্রতি খানিকটা নমনীয়তা দেখাবেন, তা নিয়ে জল্পনা থাকছে। আগামী দিনে তৃণমূলের অবস্থান ঠিক কী, তা ২১ জুলাইয়ের সমাবশ থেকে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।

বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই তৃণমূলের কর্মীরা দলে দলে কলকাতার বিভিন্ন প্রান্ত দিয়ে শহরে পৌঁছে গিয়েছেন। দলের বিভিন্ন শিবিরে তাঁদের থাকার বন্দোবস্ত রয়েছে। বিধাননগরের সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে উঠেছেন তৃণমূলের নেতা কর্মীরা। ভোর হতেই তাঁরা বেরিয়ে পড়েন গন্তব্যে৷ আজ ধর্মতলায় মমতা বন্দোপাধ্যায় ছাড়াও বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যুবনেত্রী সায়নী ঘোষ, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মতো নেতারা। সকলের বলার পর মঞ্চে উঠবেন দলনেত্রী৷

বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী নিজে এসে ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করে যান। প্রায় এক ঘণ্টা সেখানে থেকে সবটা তদারকি করেন৷ দলীয় কর্মীদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ তৈরির কাজ গতকালই শেষ হয়ে গিয়েছে। ভোর থেকেই দলের কর্মী-সমর্থকরা ধর্মতলামুখী হয়েছেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 5 =