এই প্রথম তৃণমূলের ২১ জুলাই পার্থবিহীন, মন খারাপ বর্ষীয়ান নেতার

এই প্রথম তৃণমূলের ২১ জুলাই পার্থবিহীন, মন খারাপ বর্ষীয়ান নেতার

কলকাতা: দেখতে দেখতে এক বছর হতে চলল। নিয়োগ কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। দিনটা ছিল ২৩ জুলাই। তারপর থেকে প্রেসিডেন্সি জেলেই আছেন তিনি। গত বছর ২১ জুলাইয়ের পর এই বছর আজকের দিনে আর থাকা হল না তাঁর। বরঞ্চ এই বছরই ২১ জুলাই আরও বেশি তাৎপর্যপূর্ণ তৃণমূলের কাছে। সদ্য পঞ্চায়েত ভোটে বিপুলভাবে জেতার পর প্রথম জনসমাবেশ বলে কথা। 

নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর দল তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। দলের সমস্ত পদ থেকে রাতারাতি ছেঁটে ফেলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু তিনি যে তৃণমূলের অনুগত সৈনিক তা বারবার বলে এসেছেন পার্থ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বহুবার তাঁর মুখে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রসঙ্গ। কিন্তু তাতে আখেরে তো লাভ হয়নি। জামিন তো তিনি এখনও পাননি, তার মধ্যে এই প্রথমবার তাঁকে ছাড়াই তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ ভর্তি হয়েছে। পার্থ মনমরা হয়েই বসে রয়েছেন প্রেসিডেন্সি জেলের ভিতর। এই প্রথম তিনি দলের কোনও কর্মসূচিতে নেই। 

সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবী বদল করেছেন। এখন যিনি এসেছেন তাঁর যা অভিজ্ঞতা তাতে পার্থ আশাবাদী হতেই পারেন যে, এবার তিনি জামিন পাবেন। বিগত ৩৪ বছর ধরে আইনের সঙ্গে যুক্ত এই আইনজীবীর নাম শামসুদ্দিন শামস। যে ইডির বিরুদ্ধে তিনি লড়াই করতে এসেছেন তাদের সঙ্গেই প্রায় ২০ বছর কাজ করেছেন তিনি। আসলে ইডির আইনি বিভাগের মাথায় ছিলেন শামস। যে কোনও আর্থিক মামলায় ইডি কী আইনি পদক্ষেপ করবে, তার পরামর্শ তিনিই দিতেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − six =