কলকাতা: একুশের শহিদ মঞ্চ থেকে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর নাম না করেই মমতা বলেন, যতদিন ১০০ দিনের টাকা ফেরত না দিচ্ছেন, মানুষ কি কাজ করবে না? আমি দলের পক্ষ থেকে একটা অনুরোধ পেয়েছি৷ এই বিষয়ে আমারও চিন্তাভাবনা আছে৷ ১০০ দিনের কাজ বন্ধ করলেও, আমরা কাজ দিয়েছি৷ জব কার্ড হোল্ডারদের ২৬ দিনের কাজ করানো হয়েছে৷ তাঁর কথায়, ‘‘আমরা ২৬ দিনের কাজ করাতে পারলে, ১০০ দিন না হলেও ৪০-৫০ দিনের কাজ করাতেই পারব৷ সেই লক্ষ্যেই আগামী দিনে একটা কর্মসূচি নেওয়া হবে৷ বাংলায় ১০০ দিনের কাজ৷ এই কর্মসূচি হবে বাংলার সরকারের টাকায়৷ আর এই প্রকল্পের নাম ‘খেলা হবে’৷ গরিব মানুষ যাতে কাজ পায়, যাতে কর্মসৃষ্টি হয়, সেই উদ্দেশেই এই কর্মসূচির নাম হবে খেলা হবে৷ এই কাজ করতে করতেই মানুষ বেছে নেবে কোন সরকার গঠিত হবে৷ কারণ বিজেপি এলে গণতন্ত্র আর থাকবে না৷ মা বোনের সন্মান থাকবে না৷ আমরা কুর্সি চাই না শান্তি চাই৷
শুক্রবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচির আয়োজন করা হয়। দলের সব স্তরের নেতা-কর্মীদের এক ছাতার তলায় এনে এই কর্মসূচি থেকে লোকসভা ভোটের ‘ইন্ডিয়া’র লড়াইয়ের বার্তা পৌঁছে দেন তৃণমূল সুপ্রিমো৷