বিজেপিকে সহ্য করা যাচ্ছে না, চেয়ারের কেয়ার করি না! অকপট মমতা

বিজেপিকে সহ্য করা যাচ্ছে না, চেয়ারের কেয়ার করি না! অকপট মমতা

কলকাতা: পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে। এবার সব রাজনৈতিক দলের লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন। ভোটের বেশ কিছুটা সময় দেরী থাকলেও এখন থেকে সব প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। বিজেপির এনডিএ জোটের বিরুদ্ধে ২৬ বিরোধী দল মিলে ইন্ডিয়া জোট গঠন করেছে। সেই নিয়েই এদিন ২১-র মঞ্চ থেকে জোরালো বার্তা নিজেদের কর্মী-সমর্থকদের দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কারোর নেই। 

শুক্রবার ২১ জুলাই মঞ্চ থেকে বিজেপিকে নানা ঢঙে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ইন্ডিয়া জোটের আগামীর লক্ষ্য কী সেটাও স্পষ্ট করেন। বলেন, বিজেপিকে দেশ থেকে বিদায় করতে হবে। বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। তাই এরপর যা লড়াই হবে তা ইন্ডিয়ার ব্যানারে হবে। মমতার কথায়, তারা চেয়ারের কেয়ার করেন না, শুধু রাজনৈতিকভাবে বিজেপিকে সরকার থেকে ফেলতে চান। তাই সকলকে বিজেপির বিরুদ্ধে এক হওয়ার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

এর পাশাপাশি মমতা এও উল্লেখ করেন, বিজেপি বাংলাকে বদনাম করার চেষ্টা করছে৷ মিথ্যে ভিডিয়ো বানিয়ে মিথ্যা প্রচার করেছে৷ তাঁর বক্তব্য, তিনি ৩৪ বছর বামেদের বিরুদ্ধে লড়াই করেছেন৷ লড়াই করতে তারা ভয় পান না৷ এই প্রেক্ষিতেই তাঁর দাবি, ২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে। বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দেবে সাধারণ মানুষ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + sixteen =