কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চে মণিপুর ইস্যু নিয়ে বহু মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যে ভাবে নারীদের ওপর অত্যাচার হচ্ছে, বিবস্ত্র করে, ধর্ষণ করে ঘোরানো হচ্ছে তা নিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। কিন্তু একই দিনে সাংবাদিক বৈঠক করে মমতা সরকারের বিরুদ্ধে এই নারী নির্যাতন ইস্যুতেই তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাংলার পরিস্থিতির সঙ্গে মণিপুরের অবস্থার তুলনা করলেন তিনি। তাঁর কথায় উঠে এল, পাঁচলার ঘটনা প্রসঙ্গ।
পাঁচলায় পঞ্চায়েত ভোটের দিন এক মহিলা প্রার্থীকে বুথের ভিতর ঢুকে বিবস্ত্র করে তাঁর গোপনাঙ্গে হাত দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই কথা বলতে গিয়েই লকেট দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক জন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বার বার বাংলায় মহিলাদের নির্যাতিত হতে হয়। পাশাপাশি মহিলা নির্যাতনের কথা বলার সময়েই কেঁদে ফেলেন তিনি। মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী কোনও ঘটনা দেখলেই বলবেন, ‘ছোট ঘটনা।’ ভিডিয়ো যখন ভাইরাল হবে, তখনই আমরা কথা বলব, তার আগে বলবে না কেউ, প্রশ্ন তোলেন তিনি।
এই প্রেক্ষিতেই তাঁর সংযোজন, মণিপুরে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। খুব কষ্ট হচ্ছে। কিন্তু বাংলারও তাই পরিস্থিতি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত আগে বাংলাকে সামলানো, তারপর মণিপুরে লোক পাঠান। এদিকে রাজ্য পুলিশের ডিজি মালব্য পাঁচলার ঘটনা সম্পর্কে বলেন, প্রাথমিক তদন্তে এই অভিযোগের সাপেক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বার বার নির্যাতিতা এবং তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।