কলকাতা: ‘পোস্টিং’ দুর্নীতিতে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে জেরা করেছে সিবিআই। এদিন আদালতে তারা জানায়, এই নিয়ে এফআইআর-ও রুজু হয়েছে। এই মামলাতেই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, যুদ্ধ এখনও বাকি।
গতকাল রাত ১২টার কিছু আগে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গতকালের পর আজ সকালেও জিজ্ঞাসাবাদ করে তার ভিডিও করেছে তারা। সিবিআই জানিয়েছে, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন। অন্যদিকে অনেকের চাকরি বাতিল করা প্রক্রিয়া শুরু হয়েছে বলে আদালতে জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীও। একই সঙ্গে জানানো হয়েছে, সন্দেহভাজন চাকরিজীবীদের অনেকের সঙে যোগাযোগ করা হচ্ছে। এই প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, একটা লড়াই চলছে, যুদ্ধ এখনও বাকি।
এদিকে এই মামলায় আদালতের নির্দেশ, আগামী শুক্রবার মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের রিপোর্ট জমা দেবে সিবিআই। কী কী তথ্য তারা পেল তা জানাতে হবে। পাশাপাশি ইডি তদন্তে কী তথ্য পেল, সেটারও রিপোর্ট জমা দিতে হবে। ২ আগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই এবং ইডিকে। এছাড়া পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে, বীরভূম, বাঁকুড়া, এবং মুর্শিদাবাদের যাঁরা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাদের নাম, ঠিকানা, রোল নম্বর, বাবার নাম, ঠিকানা আগামী ১০ দিনের মধ্যে তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। আগামী ৩ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি।