Breaking: ভাঙড় এবার কলকাতা পুলিশের! বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Breaking: ভাঙড় এবার কলকাতা পুলিশের! বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

কলকাতা: ভাঙড়ে এবার কলকাতা পুলিশ। এই নিয়ে বড়সড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! ওই এলাকাকে কলকাতা পুলিশের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার জন্য তৈরি হবে নতুন ডিভিশন। এদিন আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই এই বড় ঘোষণা করেন তিনি। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে অবগত করেছেন তিনি। এক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিতে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

পঞ্চায়েত ভোটের আবহে বারংবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমাবাজি থেকে শুরু করে, গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। আহত যেমন হয়েছেন অনেকে, আবার মৃত্যুও ঘটেছে। তৃণমূল এবং আইএসএ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই কারণে ভাঙড়ে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। যদিও তাতে যে হিংসার ঘটনা খুব কম হয়েছে এমনটাও নয়। এক কথায়, ভাঙড়ের পরিস্থিতির নিয়ন্ত্রণ কোনও ভাবেই নেওয়া সম্ভব হচ্ছে না। এখন এলাকাকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে এসে কোনও লাভ হয় কিনা, সেটাই দেখার।  প্রসঙ্গত কিছুদিন আগেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফেই ভাঙড়ে ১৪৪ ধারা তুলে নেওয়ার আবেদন জানানো হয়। নেতা শওকত মোল্লা এই অনুরোধ জানান। তবে তা নিয়ে কটাক্ষ করে আইএসএফ। 

এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথায়, ভাঙড়ের মানুষের ক্ষোভ থেকে বাঁচতে চাইছে তৃণমূল। আসলে অশান্তি থামাতে নয়, বিরোধী দলকে এলাকায় ঢুকতে না দেওয়ার জন্যই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন সেটা মানুষ বুঝে যাওয়ায় ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, পঞ্চায়েত ভোট পর্ব মিটলেও নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পারেননি বিধায়ক নওশাদ সিদ্দিকী, এই ১৪৪ ধারার জন্যই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 13 =