কলকাতা: গত বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ তুলে নেয় আদালত৷ হাই কোর্ট জানান, শুভেন্দুর বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ থাকলে এফআইআর দায়ের করা যাবে। এর জন্য আদালতের অনুমতির প্রয়োজন নেই। কলকাতা হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের বিধায়ক। বিষয়টি উল্লেখ করে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
সুমন সিংহ নামে এক ব্যক্তির দায়ের করা জনস্বার্থ মামলায় গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দেন। তাতে বলা হয়, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখবে পুলিশ৷ উপযুক্ত প্রমাণ থাকলে আইনানুগ পদক্ষেপ করবে প্রশাসন। ওই দুই বিচারপতির বেঞ্চ আরও জানায়, অভিযোগ গ্রহণযোগ্য হলে বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারবে পুলিশ। তবে গ্রেফতার বা কড়া পদক্ষেপ করার আগে আদালতের অনুমতি লাগবে। চার সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে। কিন্তু তার আগেই হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কড়া নাড়ল শুভেন্দু। বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আগামী ৪ অগাস্ট ওই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে৷