অনলাইন ডেলিভারি শুরু করছে কফি হাউজ, এবার আড্ডা বসবে ড্রইং রুমে

অনলাইন ডেলিভারি শুরু করছে কফি হাউজ, এবার আড্ডা বসবে ড্রইং রুমে

 কলকাতা: ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই…’’ গানের ভাষায় আক্ষেপের সুর প্রকাশ পেয়েছিল কিংবদন্তী শিল্পী মান্না দে’র গলায়। তবে একদিন কফি হাউজে আড্ডা দেওয়া বন্ধুরা শহরের বুকে যেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকুক না কেন, তাঁদের এক সুতোয় বাঁধতে নয়া উদ্যোগ নিল বাঙালির আড্ডাতীর্থ৷  এবার অনলাইনে অর্ডার দিলে ঘরে বসেই কফি হাউসের নস্টালজিক গরম কফির স্বাদ নিতে পারবেন নিখিলেশ, মইদুল’রা৷ ড্রইংরুমে বসেই জমে যাবে আড্ডা৷ 

কফি হাউজ এখন আর বইপাড়ায় সীমাবদ্ধ নেই৷  কলেজ স্ট্রিট ছাড়িয়ে কলকাতার কফি হাউস এখন হাজির শ্রীরামপুর আর ডায়মন্ড হারবারেও। ১৯৫৮ সাল থেকে বাঙালির আড্ডা তীর্থ হয়ে ওঠা কফি হাউসের খাবার এবার অনলাইনেও। 

একটি খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে ‘হাত’ মিলিয়ে অনলাইন ডেলিভারির উদ্যোগ নিয়েছে কফি হাউস। তাদের মাধ্যমেই কলেজ স্ট্রিটের কফি হাউস থেকে কফি, পকোড়া পৌঁছে যাবে শহরবাসীর ঘরে। আপাতত প্রথম পর্যায়ে কলেজ স্ট্রিটের কফি হাউসের শাখা থেকেই এই পরিষেবা চালু হচ্ছে। নয়া উদ্যোগে যথাযথ সাড়া মিললে পরবর্তী সময়ে  শ্রীরামপুর ও ডায়মন্ড হারবার শাখা থেকেও এই পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 10 =