কলকাতা: নিয়োগের দাবিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছিল টেট আন্দোলনকারীরা। সেই ঘটনায় পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল তাদের। দুই পক্ষের বাদানুবাদে অরুণিমা পাল নামক এক টেট আন্দোলনকারীর হাতে কামড় বসানোর অভিযোগ ওঠে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। যদিও পরে ওই প্রার্থীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। কিন্তু এখন তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করল রাজ্য মানবাধিকার কমিশন। অরুণিমাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে তারা।
একজন মহিলা পুলিশকর্মী অরুণিমা পালের হাতে কামড় বসান বলে অভিযোগ করা হয়েছিল। যদিও সেই সময়ে পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অরুণিমা পালের বিরুদ্ধেই কামড়ের অভিযোগ করা হয়। এমনকি তাঁকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে তারা। পাশাপাশি আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়। যদিও এখন পুলিশের রিপোর্ট সন্তুষ্ট নয় রাজ্য মানবাধিকার কমিশন। বরং তাদের সুপারিশ, অরুণিমা পালকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে অ্যাকশন টেকেন রিপোর্টও জমা দিতে হবে।
গত বছর নভেম্বর মাসে চাকরির দাবিতে পথে নেমেছিল কয়েকজন চাকরিপ্রার্থী। তাদের মধ্যেই একজন ছিলেন এই অরুণিমা পাল। তবে এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক তরজা৷ এই ঘটনা সম্পর্কে মন্তব্য করে ফাঁপড়ে পড়েন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। পশ্চিম মেদিনীপুরের পিংলার বিধায়কের মন্তব্য ছিল, পুলিশকে কামড়ালে পুলিশ রসগোল্লা খাওয়াবে না। তৃণমূল নেতার ওই মন্তব্যে নিন্দায় সরব বিজেপিও।