কলকাতা: ফের আদালতে গেলেন নিয়োগ দুর্নীতিত ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সুজয় আদালতে জানান, তাঁর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে৷ বাইপাস সার্জারির প্রয়োজন৷ কিন্তু তাঁকে তাঁর পছন্দের হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হচ্ছে না। অন্তর্বর্তী জামিন চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আর্জি জানিয়েছেন তিনি। মামলা তালিকাভুক্ত হওয়ার পর আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগে নিম্ন আদালতে একই আবেদন নিয়ে গিয়েছিলেন সুজয়। তবে বৃহস্পতিবার তাঁর সেই আর্জি খারিজ করে দেন বিচারক। কাকু জানান, তিনি কোনও বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি করাতে চান। কিন্তু ইডি এসএসকেএম হাসপাতালেই তাঁর সার্জারি করানোর পক্ষে সওয়াল করে। নিম্ন আদালত ইডি-র আবেদনেই সম্মতি জানায়। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কালীঘাটের কাকু। আজই দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। কিন্তু, আদালত তাকে মামলা দায়ের করে আসতে বলে। সেক্ষেত্রে আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে।
অনেক দিন ধরেই ইডি-র নজরে ছিলেন কালীঘাটের কাকু৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন তিনি। আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর স্ত্রীর মৃত্যর হয়৷ সেই কারণে তিনি প্যারলে মুক্তিও পান। সেই প্যারল শেষে সংশোধনাগারে ফেরার সময় পথেই অসুস্থ হয়ে পড়েন কাকু। বুকে ব্যথা অনুভব করেন। পরে জানা যায়, কাকুর হার্টের রোগী। বুকে পেসমেকারও বসানো রয়েছে। সে দিন থেকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু। এরইমধ্যে চিকিৎসকরা জানান, সুজয়ের বাইপাস সার্জারির প্রয়োজন রয়েছে। কিন্তু এসএসকেএমে বাইপাস সার্জারি করাতে নারাজ তিনি৷ বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেয়েই আদালতের দরজায় কড়া নাড়েন৷