কলকাতা: অনেক জৌলুস নিয়ে এবারের কলকাতা ফুটবল লীগ শুরু হয়েছিল। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই গড়াপেটার অভিযোগ উঠেছে এই লীগ নিয়ে। এই ঘটনা স্বাভাবিকভাবেই কলকাতা তথা বাংলার ফুটবলকে কলঙ্কিত করছে। ইতিমধ্যেই দুই ম্যাচে ফিক্সিং নিয়ে অভিযোগ করা হয়েছে। তাই নড়েচড়ে বসেছে আইএফএ। গড়াপেটার অভিযোগের তদন্তে তাই কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে তারা।
গত ১৮ জুলাই আয়োজিত হয় পিয়ারলেস ও টালিগঞ্জ অগ্রগামীর ম্যাচ। এই ম্যাচে জালিয়াতির অভিযোগ উঠেছে। অন্যদিকে আবার নেটিজেনদের একাংশের দাবি, পশ্চিমবঙ্গ পুলিশ এবং ইস্টবেঙ্গলের ম্যাচেও ফিক্সিং হতে পারে। আবার গতকাল ইস্টবেঙ্গল বনাম রেলওয়ে ম্যাচ শেষ হওয়ার পর রেলের কোচও গড়াপেটা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন সংবাদমাধ্যমে। যদিও গতকালের ম্যাচে নয়, অন্য ম্যাচে ফিক্সিং হয়েছে বলে কার্যত দাবি তাঁর। নিজের কোচ পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি। যদিও আপাতত শুধু পিয়ারলেস ও টালিগঞ্জ অগ্রগামীর ম্যাচ নিয়ে সরকারি ভাবে তৎপরতা শুরু হয়েছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছেন তদন্ত করার জন্য।
এবার থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কলকাতা লীগে কোনও বিদেশি ফুটবলার খেলানো যাবে না। তাই অনেকেই ভেবেছিলেন যে বাংলার ফুটবলের উন্নতি হবে, বাংলার ছেলেরা আরও সুযোগ পাবে নিজেদের প্রমাণ করার। কিন্তু ম্যাচ গড়পেটার অভিযোগে এখন আপাতত বিদ্ধ হচ্ছে কলকাতা ফুটবল লীগ। কিন্তু কী হয়েছিল পিয়ারলেস ও টালিগঞ্জ ম্যাচে? আসলে ৮৭ মিনিটের মাথায় গোল করে পিয়ারলেস, তারা ম্যাচও যেতে। এই গোলের ক্ষেত্রেই অভিযোগ যে, বিপক্ষ দলের ডিফেন্সের অনেকেই গোল হওয়ার সময় সামনে থাকলেও গোল আটকাতে যাননি।