কলকাতা: পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হলেও এই নির্বাচন নিয়ে মামলার শুনানি শেষ হয়নি। একাধিক মামলার পাহাড় যেন জমে আছে কলকাতা হাইকোর্টে। এই আবহেই পঞ্চায়েত বোর্ড গঠন নিয়েও আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে বলে জানান হয়েছে। আগামী ১৭ আগস্ট এই মামলার শুনানি আছে। কিন্তু তার আগেই বড় নির্দেশ দিয়ে দিল নবান্ন। জানানো হয়েছে, আগামী ১৬ আগস্টের মধ্যে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে হবে।
পঞ্চায়েত নিয়ে আদালতে মামলা চললেও বোর্ড গঠন নিয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। তবে এটা বলা হয়েছে জয়ী প্রার্থীদের ভাগ্য আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এই অবস্থায় বোর্ড গঠন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই নিল নবান্ন। যদিও স্পষ্টভাবে বলা হয়েছে, শান্তিপূর্ণ ভাবে বোর্ড গঠন করতে হবে। আর বোর্ড গঠন না হলে বিডিওদের দায়িত্ব নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে সমস্ত জেলা শাসক এবং বিডিওদের নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। এই ইস্যুতে বিধানসভায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্দিষ্ট দিনে বোর্ড গঠন না হলে সেগুলি বিডিও এবং জেলা শাসকদের হাতে চলে যাবে।
এমনিতেই এবারের পঞ্চায়েত ভোটে প্রচুর পরিমাণে গরমিল ও কারচুপির অভিযোগ ওঠার পর সেই নিয়ে কলকাতা হাইকোর্ট একের পর এক মামলা দায়ের হয়। মূলত বিজেপির তরফ থেকে মামলা হলেও অন্য বিরোধী দলরাও শাসকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে নানা কারণে। কোথাও ব্যালট কারচুপি, কোথাও গণনায় কারচুপির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে আদালত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের জয় নিয়ে ধন্দ বজায় রাখায় পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে জট তৈরি হয়েছিল। তবে আপাতত এই নিয়ে নোটিফিকেশন জারি করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।