মগরাহাট: তিনি পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের জয়ী পঞ্চায়েত সদস্য ছিলেন। তৃণমূলের জয়ী প্রার্থীও। তাঁকেই খুন করল দুষ্কৃতীরা। এমনই অভিযোগ উঠেছে। এছাড়াও তাঁকে বাঁচাতে আসা অন্য এক ব্যক্তিকে লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে দাবি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মৈমুর ঘরামি নামে ওই ব্যক্তি শুক্রবার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তবে বাড়ি ঢোকার কিছু আগেই বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালায়। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানোও হয়। এমনকি মৈমুরের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে আসা এক প্রতিবেশী ব্যক্তিকেও গুলি করে দুষ্কৃতীরা। তারপর এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর স্থানীয়রাই তাঁদের দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মৈমুরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই খুনের ঘটনার পর থেকে থমথমে মগরাহাট পূর্বর অর্জুনপুর এলাকা। অশান্তি যাতে না বাড়ে তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ডায়মন্ড হারবারের পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দুষ্কৃতীরা এলাকায় চুরিচামারির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। প্রাথমিক অনুমান, চুরির কাজে বাধা দেওয়ার কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। তবে স্বাভাবিকভাবে এখানে রাজনৈতিক ইস্যু উঠে গিয়েছে। কোনওভাবে এটি রাজনৈতিক খুন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।