কলকাতা: বর্ষার বৃষ্টি বাংলায় শুরু হয়ে গিয়েছে। শেষ কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে প্রায় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এইভাবেই লাগাতার বর্ষণ চলতে থাকবে আপাতত। যদিও চাপা গরম যে থেকেই যাবে তার ইঙ্গিতও মিলেছে। শনিবার কলকাতায় সারাদিন ধরেই দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আভাস। পাশাপাশি মেঘলা আকাশ থাকবে। রোদ উঠলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হবে না।
হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার বড়সড় কোনও হেরফের না হলেও আগামী কয়েকদিনে কলকাতা ও শহরতলিতে বৃষ্টি জারি থাকবে। এমনিতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হবে বলে আভাস মিলেছে। এদিকে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি বাড়বে বলেও ইঙ্গিত করছেন আবহবিদরা। রাজ্যের একাধিক জেলায় আবার বজ্রপাত সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কিছুদিন আগেই অবশ্য হাওয়া মহল জানিয়েছিল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় ওড়িশার কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত ছিল অম্বিকাপুর, চাঁদবালি, পশ্চিম-মধ্য বঙ্গোসাগরের ওপরে। ওই সব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে তার প্রভাব খুব একটা দক্ষিণবঙ্গে পড়েনি।