‘শিরদাঁড়া আছে, এই প্রজন্মের রোল মডেল’, বুদ্ধদেব প্রসঙ্গে আবেগপ্রবণ মদন

‘শিরদাঁড়া আছে, এই প্রজন্মের রোল মডেল’, বুদ্ধদেব প্রসঙ্গে আবেগপ্রবণ মদন

কলকাতা:  হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে নিয়ে এবার আবেগপ্রবণ হয়ে পড়লেন তৃণমূলের কালারফুল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। রবিবার একটি ফ্যাশন শো’য়ে গিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মদন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর রাজনৈতিক বৈরিতা থাকলেও, তারই মাঝে বেশ কিছু মধুর স্মৃতির কথা জানালেন কামারহাটির বিধায়ক। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে ছোট্ট একখানি কবিতাও বলেন তিনি।

এরপর আলিপুরের বেসরকারি হাসপাতালে গিয়ে ৭৯ বছরের বর্ষীয়ান বাম নেতার খোঁজ খবর করেন। সেখানে পৌঁছেও তাঁর সুস্থতা কামনা করেন মদন। পাশাপাশি সৎ, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ বুদ্ধদেবকে আজকের প্রজন্মের ‘মডেল’ বলেও উল্লেখ করেন মদন। 

তবে শুধু মদন নন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এর আগেও অসুস্থ বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের বাকি নেতানেত্রীরাও তাঁর খোঁজখবর রাখছেন৷ রবিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ রাতে সেখানে যান মদন মিত্র৷ 

তাঁর আগে ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে এক ফ্যাশন শো’য়ে সাংবাদিকদের সামনে বুদ্ধদেব প্রসঙ্গে বলেন,‘‘বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে বলতে গিয়ে একটা কথাই বলা যায়, এ সমাজে হায়/ সব পাওয়া যায় ভাড়া/ শুধু সোজা, নির্ভীক/ শিরদাঁড়া ছাড়া। তাঁর সেই শিরদাঁড়া আছে। আর আজকের প্রজন্মের যাঁরা রাজনীতি করছেন, বুদ্ধবাবুকে দেখে তাঁদের বোঝা উচিত, সকলে শিরদাঁড়া বিক্রি করে রাজনীতি করে না। তিনি এই প্রজন্মের রোল মডেল।” 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eight =