Breaking: অভিষেকের ডাকা ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি বাতিল করে দিল হাই কোর্ট

Breaking: অভিষেকের ডাকা ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি বাতিল করে দিল হাই কোর্ট

 কলকাতা: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী ৫ অগাস্ট বিজেপি’র সমস্ত ব্লক স্তরে নেতাকর্মীদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সেই কর্মসূচি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী বলেই মন্তব্য প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের৷

অভিষেকের কর্মসূচির বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল বিজেপি। অভিষেকের পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই মামলারই শুনানি ছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে। মামলার শুনানি পর্বে প্রধান বিচারপতি বলেন, ‘‘কেউ যদি বলেন, কাল হাই কোর্ট ঘেরাও করা হবে তবে কি সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না? কেউ যদি বলে অমুক জায়গায় বোমা রাখা হবে বলে, তবে কি সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না?’’

প্রসঙ্গত, একুশে জুলাইয়ের মঞ্চ থেক তৃণমূল সমর্থকদের উদ্দেশে অভিষেক বলেছিলেন, ‘‘আগামী ৫ অগস্ট থেকে সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্য স্তরের বিজেপি নেতাদের বাড়ি শান্তিপূর্ণ ভাবে ঘেরাও করতে হবে। তবে বাড়িতে কোনও বৃদ্ধ মানুষ থাকলে তাঁকে ছেড়ে দেবেন। বিজেপি নেতা বাড়ি থেকে বেরোবেনও না, ঢুকবেনও না।’’ 

 

 

তবে দলের সদস্যদের সতর্ক করে অভিষেক বলেছিলেন, ‘‘কিন্তু কারও গায়ে হাত দেবেন না। প্রথমে এখানে গণঘেরাও কর্মসূচি হবে। তার পর দিল্লি ঘেরাও হবে।’’ যদিও পরে মঞ্চে বক্তব্য রাখতে উঠে অভিষেকের কর্মসূচির কিছুটা পরিবর্তন করেন মমতা। তিনি বলেন, ‘‘কর্মসূচি হবে ব্লক স্তরে। আর ঘেরাও করা হবে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে৷ এটা করতে হবে প্রতীকী ভাবে। যাতে কেউ বলতে না পারেন, বাধা দেওয়া হচ্ছে।’’ সোমবার তৃণমূল নেতৃত্বের এই কর্মসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি৷ তিনি বলেন, ‘‘সাংবিধানিক পদাধিকারীর কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + three =