মণিপুর ইস্যুতে মমতা-শুভেন্দু বাগ্‌‌যুদ্ধে উত্তপ্ত বিধানসভা, বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রীর

মণিপুর ইস্যুতে মমতা-শুভেন্দু বাগ্‌‌যুদ্ধে উত্তপ্ত বিধানসভা, বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রীর

কলকাতা: মণিপুরের ঘটনায় সোমবার উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা৷ সরাসরি বাগযুদ্ধে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিংসাদীর্ণ মণিপুরের মর্মান্তিক ঘটনায় সোমবার বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনে তৃণমূল সরকার। এর বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘মণিপুরের ঘটনা সেই রাজ্যের অভ্যন্তরীণ বিষয়। অন্য রাজ্যের বিষয় নিয়ে এই রাজ্যের আলোচনা করার অধিকার নেই। তাছাড়া এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়৷   রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই আলোচনা হচ্ছে।’’ শুভেন্দুকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেশের জ্বলন্ত ইস্যু।’’ সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা বলে ওঠেন, ‘‘পশ্চিমবঙ্গে এমন ঘটনা রোজই হচ্ছে।’’ প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাবিশ।’’ মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষ হতেই বিধানসভায় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। শেষে ধ্বনি ভোটে নিন্দাপ্রস্তাব পাশ হয়৷ 

বিধানসভায় মণিপুর নিয়ে তৃণমূলের আনা নিন্দাপ্রস্তাবের বিরুদ্ধে বক্তৃতা করতে গিয়ে বাংলায় রাজনৈতিক সন্ত্রাসের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ‘‘২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকে পর পর রাজনৈতিক সন্ত্রাস এবং মৃত্যু হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আপনাদের গুন্ডারা খুন করেছে।’’ ঠিক সেই সময়ই বিধানসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী। শুভন্দুর বক্তব্যের প্রতিবাদ জানান শাসকদলের বিধায়করা। 

বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলা এগোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না। বেটি পড়াও বেটি জ্বালাও। বাংলাকে গালাগালি দেয়। একশোর বেশি দল পাঠিয়েছে। এ বার থেকে আমিও টিম পাঠাব। ইঁদুর-বিড়াল কামড়ালেও কমিটি আসছে। ১০০ দিনের কাজ দেবেন না। ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে সব কেসের বিচার হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 10 =