কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ড হাসপাতালে পৌঁছলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে বিধানসভা থেকে সরাসরি আলিপুরের এই বেসরকারি হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকদের সঙ্গে বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে কথাবার্তা বলেন। বর্ষীয়ান এই বাম নেতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন তিনি।
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্ষীয়ান বাম নেতার সঙ্গে দেখা হয়েছে৷ তাঁকে দেখে তিনি হাতও নেড়েছেন। মমতা বলেন, ‘‘ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। আমার দেখে মনে হল, অনেকটা সুস্থ হয়েছেন। ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। বাইপ্যাপ চলছে। তবে আমি তো চিকিৎসক নই। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’’
এর পর মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো এক চিকিৎসক বুদ্ধদেবের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানান। তিনি বলেন, ‘‘আজ সকাল থেকেই ইনভেসিভ ভেন্টিলেশন থেকে ওঁকে বার করে আনার প্রক্রিয়া চলছিল। একটু আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।’’
রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল। সোমবার সকালে সিটি স্ক্যান করা হয়েছিল তাঁর। তার পরেই বুদ্ধদেবকে ভেন্টিলেশন থেকে বার করে আনার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা৷ তাঁরা জানিয়েছেন, বুদ্ধদেব চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। বিকেলে বিধানসভা থেকে বেরিয়ে সোজা হাসপাতালের পথে রওনা দেন৷ শনিবার বিকেলে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় বুদ্ধদেবকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়, তখনও শোনা যাচ্ছিল মুখ্যমন্ত্রী তাঁকে দেখতে আসবেন। কিন্তু সে দিন মুখ্যমন্ত্রী হাসপাতালে যেতে পারেননি৷ তবে আজ বিধানসভা থেকে বেরিয়েই তিনি উডল্যান্ডে পৌঁছান৷