কলকাতা: নিজেদের স্কুলের শিক্ষকদেরই বেতন দিচ্ছে না সংস্থা। তাই কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়ল ইস্টার্ন কোল্ডফিল্ড। এই ইস্যুতে আদালতের ধমকও খেয়েছে সংস্থার আইনজীবী। যদিও তাঁর দাবি, যারা অভিযোগ করছেন তারা তাদের কর্মী নন। যদিও হাইকোর্টের নির্দেশ, ইস্টার্ন কোল্ডফিল্ডকে চার লক্ষ টাকা জরিমানা দিতে হবে রেজিস্ট্রার জেনারেলকে।
মাত্র পাঁচ হাজার টাকা বেতন না দেওয়ার অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রোষের মুখে এই সংস্থা। বিচারপতির প্রশ্ন, এটা কি কোন সভ্য নাগরিক সহ্য করবে? কোল্ডফিল্ডের আইনজীবী জরিমানার ইস্যুতে জানান যে, তাদের সমস্যা হবে। তবে পাল্টা বিচারপতির মন্তব্য, সমস্যা হলে সমস্যা হবে। আপনারা খুব কেয়ারলেস। শুধু শিক্ষকদের বেতন না দিতে আপনারা খুব সিরিয়াস। এরপর আরও বেশি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গরিবদের ওপর অত্যাচার চলছে। সিবিআইকে বলতে পারেন এই মামলায় তদন্ত করার জন্য। ওরা কি ভিখারি নাকি? প্রশ্ন তাঁর।
এদিকে বেতন ইস্যুতে সংস্থাকে ভর্ৎসনা করে বিচারপতি আরও বলেন, স্পেশাল অফিসারের রিপোর্টে জানা গিয়েছে টাকা দেওয়া হয়নি। সেই রিপোর্ট কেউ অস্বীকার করতে পারে না। তিনি সেই সব শিক্ষকদের জন্য নির্দেশ দেবেন, যারা মাত্র পাঁচ হাজার টাকার জন্য আদালত পর্যন্ত ছুটে এসেছেন।