কলকাতা: রাজ্যে দুর্নীতির অভিযোগের কোনও শেষ নেই। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। তাই এবার দুর্নীতি ঠেকাতে উদ্যোগ নিয়েছে রাজভবন। খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস অ্যান্টি কোরাপশন পিস রুম খোলার কথা জানিয়েছিলেন। মঙ্গলবার থেকে তা চালু হয়েছে বলে দিন টুইট করা হয়েছে রাজভবনের পক্ষ থেকে।
পঞ্চায়েত ভোটের সময় হিংসা সংক্রান্ত ইস্যুতে কন্ট্রোল রুম খোলা হয়েছিল রাজভবনে। তার উদ্যোগও নিয়েছিলেন খোদ রাজ্যপাল। এবার দুর্নীতি ইস্যুতে একই কাজ করলেন তিনি। রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও কোনও দুর্নীতির অভিযোগ থাকলে, বিশ্ববিদ্যালয় থেকে অভিযোগ থাকলে ওই অ্যান্টি কোরাপশন রুমে অভিযোগ জানানো যাবে। তবে যিনি অভিযোগ জানাবেন তার পরিচয় গোপনই থাকবে। তাই যেখানে যা অসুবিধা তার অভিযোগ জানাতে যাতে কেউ ইতস্তত বোধ না করেন সেই আর্জি জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে রাজভবনে পিস রুম খোলা নিয়ে শাসকের নিশানায় পড়েছিলেন রাজ্যপাল। প্রশ্ন তোলা হয়েছিল যে তিনি সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন কিনা। যদিও রাজ্যপালের বক্তব্য ছিল, নাগরিকদের সাহায্যে করতেই এই পদক্ষেপ করেছেন। হিংসা ইস্যুতে পিস রুম নিয়ে রাজভবনকে অতীতে এমন পদক্ষেপ করতে কোনও দিন দেখা যায়নি। এই পদক্ষেপের মাধ্যমে নিঃসন্দেহে রাজ্যপাল নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।