ঋণ সুদসমেত ফিরিয়েছেন বলেই চলে গেলেন নুসরত, এড়ালেন অনেক প্রশ্ন

ঋণ সুদসমেত ফিরিয়েছেন বলেই চলে গেলেন নুসরত, এড়ালেন অনেক প্রশ্ন

কলকাতা: প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে। তাঁকে নিয়ে এই অভিযোগ করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। এমনই তিনি সরাসরি ইডির দ্বারস্থ হন। বুধবার এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করলেন খোদ নুসরত। তিনি সাফ জানালেন, ঋণ নিয়ে সুদসমেত ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও তাঁর এই সাংবাদিক বৈঠক কার্যত শুরু হয়েই শেষ হয়ে যায়। খুব বেশি হলে ১০ মিনিট তিনি এই নিয়ে মুখ খোলেন। তারপর চলে যান। 

বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে এদিন তিনি স্পষ্ট বলেন, তিনি দুর্নীতিতে যুক্ত নন এবং এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। নুসরত জানান, ১ কোটি ১৬ লক্ষ টাকার কিছু বেশি ঋণ নিয়ে তিনি বাড়ি কিনেছিলেন। যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তাদের থেকে ঋণ নেন। কিন্তু সেই ঋণ ২০১৭ সালেই সুদসমেত ফেরত দিয়ে দিয়েছেন তিনি। এমনকি তাঁর কাছে ব্যাঙ্কের নথিও আছে। এদিনের সাংবাদিক বৈঠকে কার্যত মেজাজ হারান অভিনেত্রী। তিনি কিছুটা ক্ষুব্ধ হয়েই মন্তব্য করেন, যারা ভুল করে তারা ব্যাখ্যা দেয়, তিনি ব্যাখ্যা দিতে আসেননি। 

নুসরতের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, যে সংস্থার ডিরেক্টর ছিলেন তিনি, সেই সংস্থা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকের থেকে টাকা নিয়েছিল কিন্তু ফ্ল্যাট দেয়নি। বিজেপি অভিযোগ করে, ওই টাকায় নিজেই ফ্ল্যাট কিনেছেন তৃণমূল সাংসদ। আজ সাংবাদিক বৈঠকে এই বিষয়টিই স্পষ্ট করলেন নুসরত জাহান। যদিও ব্যাঙ্ক থেকে ঋণ না নিয়ে তিনি কেন ওই সংস্থা থেকে ঋণ নিলেন, সেই প্রশ্নের উত্তর তিনি দেননি। তবে এক কথায়, নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলেই স্পষ্ট দাবি তাঁর।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eleven =