কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন তিনি। কিন্তু ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে এবার উঠল ডেঙ্গি ছড়ানোর অভিযোগ! শুনতে অবাক লাগলেও তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আছে বেহালাবাসীর এবং একই সঙ্গে তারা মশাবাহিত রোগ নিয়ে আতঙ্কিত। কিন্তু ঠিক কোন বিষয়ে অভিযোগ করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে?
বেহালার বাসিন্দারা জানাচ্ছেন, রায়বাহাদুর রোডের অন্তর্গত ‘রায়ের মাঠ’ রায়দের পৈত্রিক সম্পত্তি। কিন্তু এই মাঠই দখল করেছেন নিয়োগকাণ্ডের সুজয়কৃষ্ণ ভদ্র। কয়েক বছর আগে পর্যন্তও এই মাঠে খেলাধূলা, সংস্কৃতিচর্চা হত। কিন্তু তিন বছর আগে নিজের প্রভাব খাটিয়ে রায়দের মাঠ জবরদখল করে নেন ‘কালীঘাটের কাকু’ বলে অভিযোগ। এখন ওই মাঠে কোনও কার্যকলাপ আপাতত বন্ধ কারণ এই ইস্যুতে মামলা হয়েছে আদালতে। অর্থাৎ মাঠ বেআইনিভাবে দখল করার অভিযোগে বিদ্ধ হয়েছেন সুজয়কৃষ্ণ। কিন্তু ডেঙ্গি ছড়ানোর অভিযোগ আসছে কোথা থেকে?
বিষয় হল, বেহালাবাসীরা জানাচ্ছেন এই মাঠ সুজয়কৃষ্ণ ভদ্রের লোকেরা দখল করার পর থেকেই মাঠে ঝোপঝাড় বেড়েছে। বর্ষায় জমছে জল। জঙ্গল আর জমা জলের কারণে মশার বাড়বাড়ন্ত হয়েছে এলাকায়। তাই স্বাভাবিকভাবেই এখন ডেঙ্গির আতঙ্কে ভুগতে শুরু করেছেন এলাকাবাসী। ইতিমধ্যে বেহালা একাধিক ডেঙ্গি আক্রান্তের খবরও সামনে এসেছে। তাই এই নিয়ে আরও ভয় বাড়ছে তাদের মধ্যে। এদিকে রায় পরিবারের তরফে বলা হয়েছে, গোটা পরিস্থিতির জন্য দায়ী সুজয়কৃষ্ণ ভদ্র বা ওই ‘কালীঘাটের কাকু’।