ফের সৃষ্টি হবে তাপপ্রবাহের পরিস্থিতি! বড় ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস

ফের সৃষ্টি হবে তাপপ্রবাহের পরিস্থিতি! বড় ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস

66c411214289159589a8fd1bcd765a5c

কলকাতা: বর্ষাকাল কিন্তু সেইভাবে বৃষ্টির দেখা মিলছে কই? এরই মধ্যে কার্যত দুঃসংবাদ দিল আবহাওয়া দফতর। জানানো হল, আগামী কয়েকদিনে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে। একই সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। তবে দক্ষিণবঙ্গে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়লেও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে হাওয়া মহল। যদিও আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে। 

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু’দিন ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে সোমবার বা মঙ্গলবার থেকে ফের কমবে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টি হলেও গরমের প্রভাব আপাতত কমবে না বলেই জানানো হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে সেখানেও আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টিপাত কমবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *