জয়ী নির্দল প্রার্থীর সার্টিফিকেট আটকে রেখার অভিযোগ নওশাদের বিরুদ্ধে, ‘মিথ্যে’, বললেন বিধায়ক

জয়ী নির্দল প্রার্থীর সার্টিফিকেট আটকে রেখার অভিযোগ নওশাদের বিরুদ্ধে, ‘মিথ্যে’, বললেন বিধায়ক

কলকাতা: পঞ্চায়েত ভোটে জয়ী নির্দল প্রার্থীর সার্টিফিকেট জোর করে  আটকে রেখেছেন নওশাদ সিদ্দিকি৷ বিস্ফোরক অভিযোগ উঠল ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া গ্রামের ১৪৭ নম্বর বুথ থেকে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী সাদেকুল মোল্লা। আইএসএফের সমর্থন নিয়েই পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু সাদেকুলের অভিযোগ, তাঁর সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন নওশাদ।

শনিবার সকালে কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাদেকুল মোল্লা। তিনি বলেন, “আইএসএফ-এর সমর্থনে আমি নির্দল প্রার্থী হয়ে জিতেছিলাম৷ এর পর এলাকার দুই আইএসএফ নেতা গিয়াসউদ্দিন মোল্লা ও মোকারেব মোল্লা  আমাকে ফুরফুরাতে নিয়ে যান। আমার সঙ্গে জয়ের সার্টিফিকেট ছিল৷ সেখানে বিধায়ক নওশাদ সিদ্দিকি সার্টিফিকেট দেখার নাম করে আমার কাছ থেকে তা নিয়ে নেন। পরে আর ফেরত দেননি।” এই ঘটনা প্রসঙ্গে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা হাকিমুল ইসলাম বলেন, “নওশদ সিদ্দিকির এই রাজনীতি ভাঙড়ের মানুষ মেনে নেবে না। এই ঘটনাকে ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনকে সঠিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।”

এদিকে নওশাদের বক্তব্য, ‘‘সবটাই মনগড়া অভিযোগ। যখন উনি ভোটে দাঁড়িয়েছিলেন তখন আমাদের দল আলোচনা করে ওঁকে সমর্থন করেছিল। তবে আমি ওঁর সার্টিফিকেট আটকে রেখেছি, এহেন অভিযোগের ভিত্তিহীন। সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 16 =