অন্ডো: নাইজেরিয়ায় ফের বন্দুকবাজের ভয়াবহ হামলা। এবার নিশানা গির্জা। জানা যাচ্ছে রবিবার নাইজেরিয়ার অন্ডো প্রদেশের একটি গির্জায় যখন প্রার্থনা সভা চলছিল ঠিক তখনই এই হামলা চালায় সশস্ত্র কয়েকজন বন্দুকবাজ। তাদের ছোঁড়া গুলিতে নিহত হয়ে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন কমপক্ষে ৫০ জন। অন্যদিকে আহত হন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে আকস্মিক এই হামলায় রবিবার দিন-দুপুরে মৃত্যুপুরীর রূপ নেয় অন্ডো প্রদেশের ওই গির্জা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার অন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে এই হামলা চালিয়েছে হামলাকারীরা। প্রত্যেক রবিবারেই প্রার্থনা সভায় ওই গির্জায় উপস্থিত হতেন স্থানীয় এলাকার বাসিন্দারা। ফলের রবিবার যখন এই হামলার ঘটনাটি ঘটে তখন ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত ছিলেন। তাদের লক্ষ্য করে হঠাৎই নির্বিচারে গুলি বৃষ্টি শুরু করে হামলাকারীরা। মুহূর্তের মধ্যে প্রাণ বাঁচাতে শুরু হয় গির্জার মধ্যে হুড়োহুড়ি। আর সেই সুযোগ নিয়েই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে খবর। তবে তারা যাওয়ার সময়ে যাজককে অপহরণ করেছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই হামলায় ৫০ জনের মৃত্যু হয়েছে জানা গেলেও সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই হামলার ঘটনার বেশ কিছু ভিডিও সহ সাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘একমাত্র নরকের জীবদের পক্ষেই এই ধরনের ভয়ানক কাজ করা সম্ভব। তবে পরিস্থিতি যাই হোক না কেন নাইজেরিয়া কখনো খারাপ মানুষের কাছে হার মানবে না। অন্ধকার কখনোই আলোকে হারিয়ে যেতে পারবেনা। অবশেষে জয় নাইজেরিয়ারই হবে।
উল্লেখ্য, অন্ডো নাইজেরিয়ার একটি শান্তিপূর্ণ প্রদেশগুলোর মধ্যে অন্যতম। তবে সাম্প্রতিককালে এই প্রদেশের মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে বেশ কয়েকবার সংঘাত ঘটেছে। তবে এই হামলার ঘটনাটি কারা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় পুলিশও হামলাকারীদের প্রসঙ্গে কিছু জানায়নি এখনো পর্যন্ত। তবে একাংশের মত হামলার নেপথ্যে মুসলিম জঙ্গি সংগঠন ‘বোকো হারাম’-এর হাত থাকতে পারে।