অযোগ্য ৪ শিক্ষকরা কাকে কত টাকা দিয়েছেন? চার্জশিটে বিস্ফোরক দাবি CBI-র

অযোগ্য ৪ শিক্ষকরা কাকে কত টাকা দিয়েছেন? চার্জশিটে বিস্ফোরক দাবি CBI-র

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার প্রথমবার অযোগ্য শিক্ষকদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কারণেই এই গ্রেফতারি। যারা গ্রেফতার হয়েছে তারা সকলেই মুর্শিদাবাদ জেলার। কিন্তু তারা যে ঘুষ দিয়েছেন তা কাকে দিয়েছেন? কত টাকাই বা তারা দিয়েছেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে। আর এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি ইতিমধ্যেই করেছে সিবিআই। তাদের চার্জশিটে বলা হয়েছে, ওই চাকরি পাওয়ার জন্য তাঁরা কাকে, কত টাকা দিয়েছিলেন। 

বিভিন্ন প্রাইমারি স্কুলের এই চারজন শিক্ষকের বিরুদ্ধেই ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ। ধৃতরা হলেন সৌগত মণ্ডল, সিমার হোসেন, জাহিরুদ্দিন শেখ, সায়গল হোসেন। সিবিআই চার্জশিটে সাক্ষী হিসেবে নাম ছিল এই চারজনের। তাই এই নিয়ে প্রশ্ন তোলে আদালত। যারা ঘুষ দিয়ে চাকরি পেল তাদের কেন সাক্ষী হিসেবে দেখানো হচ্ছে তা জানতে চায় আদালত। এরপরই তাদের গ্রেফতার করে জেল হেফাজতের নির্দেশ আসে। কিন্তু এখন প্রশ্ন, এই চারজন কাকে, কত টাকা দিয়েছিলেন। সিবিআই চার্জশিটে দাবি করেছে, তাপস মণ্ডল এবং তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ এদের থেকে বিপুল অর্থ পেয়েছেন শেষ কয়েক বছরে। 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, বিভিন্ন এজেন্ট মারফত এবং ব্যক্তিগতভাবে চাকরিপ্রার্থীদের থেকে স্কুলের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক কোটি টাকা তুলেছিলেন নিয়োগ কাণ্ডে অন্যতম ধৃত তাপস মণ্ডল। সেই টাকার মধ্যে প্রায় সাড়ে ৫ কোটি টাকা তিনি দিয়েছিলেন কুন্তল ঘোষকে। তবে সকলে যে একই অর্থ দিত তা নয়। কেউ ৬ লক্ষ টাকা দিয়েছেন তাঁকে, কেউ আবার ৫ লক্ষ টাকা করে ঘুষ দেন। এইভাবে ১৩৬ জন চাকরিপ্রার্থীর থেকে ৩ কোটিরও বেশি টাকা তুলেছিলেন তাপস বলে দাবি করেছে সিবিআই। এছাড়া আরও একাধিক চাকরিপ্রার্থীদের থেকে টাকা তুলে তার একটা অংশ তিনি কুন্তল ঘোষকে দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *