কলকাতা: গত ২৯ জুলাই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁকে নিয়ে চিন্তা শুরু হয়েছিল। কিন্তু প্রায় ১১ দিন চিকিৎসার পর এখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যথেষ্ট সুস্থ এবং বাড়ি ফেরার জন্যও প্রস্তুত। অন্তত হাসপাতাল সূত্রে এমনটাই খবর। শেষ কয়েকদিনে একাধিকবার তাঁর শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ড বৈঠক করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে থাকলেও বুদ্ধবাবু অনেকটাই ভাল আছেন। সম্প্রতি তাঁকে বিছানা থেকে পা ঝুলিয়ে বসানো এবং বিছানা ধরে দাঁড় করানোর প্রক্রিয়া শেষ হয়েছে।
বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য যে মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছিল তারা এদিন প্রেস বিবৃতিতে জানিয়েছে, তাঁকে তরল খাবার মুখের সাহায্যেই খাওয়ানো শুরু করা হয়েছে। যাতে মুখ দিয়ে খাবার খেতে গিয়ে বিষম না খান, সে জন্য ‘সোয়ালো অ্যাসেসমেন্ট’ জারি রয়েছে। এছাড়া তিনি চিকিৎসক এবং তাঁকে দেখতে আসা ঘনিষ্ঠদের সঙ্গে কথাও বলছেন। তবে বাড়ি ফেরার পর যাতে তাঁর নতুন করে সংক্রমণ না হয় সেজন্য বাড়তি তৎপরতা নেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিচর্চা এবং দেখভালের জন্য যাঁরা যাবেন, তাঁদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া তো হচ্ছেই, এদিকে তাঁর বাড়িও একবার দেখে আসার কথা ভাবছেন তারা। জানা গিয়েছে, নতুনভাবে সংক্রমণ ঠেকাতে তাঁর বাড়িকে স্যানিটাইজ করার কথা হাসপাতাল কর্তৃপক্ষের।
প্রসঙ্গত, হাসপাতালের তরফে এও জানানো হয়েছে তাঁর শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। হাসপাতালের পরিবর্তে আপাতত তাঁর বাড়ির বাইপ্যাপ মেশিন ব্যবহার করছেন চিকিৎসকরা। আপাতত যা খবর তাতে বুধবার তাঁর বাড়ি ফেরার সম্ভাবনা প্রবল।