বিজেপির নির্বাচিত প্রধানের সার্টিফিকেট চিবিয়ে খেলেন তৃণমূলের প্রার্থী! অভিযোগে শোরগোল রায়গঞ্জে

বিজেপির নির্বাচিত প্রধানের সার্টিফিকেট চিবিয়ে খেলেন তৃণমূলের প্রার্থী! অভিযোগে শোরগোল রায়গঞ্জে

f0e06055683f5af6ddb1f3959ce0d62f

কলকাতা: ব্যালটের পর এবার সার্টিফিকেট চিবিয়ে খাওয়ার অভিযোগ৷ অভিযোগ উঠল রায়গঞ্জে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে রায়গঞ্জের কমলাবাড়িতে৷ অভিযোগ, তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য বিজেপির সার্টিফিকেট চিবিয়ে খেয়েছেন৷

বৃহস্পতিবার ১৩ নম্বর কমলাবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয়। ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি৷ সেই সময়ই প্রধানের সার্টিফিকেট খেয়ে নেওয়ার অভিযোগ ওঠে সোনা তম্মোর বিরুদ্ধে৷ তিনি তৃণমূলের জয়ী সদস্যের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এলাকার বিডিও অভিজিৎ মণ্ডলও এমন ঘটনার কথা স্বীকার করেননি৷ 

হার নিশ্চিত বুঝে গণনাকেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে ব্যালট পেপার চিবিয়ে খাওয়ার অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনার এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ওই পঞ্চায়েতে এগিয়ে ছিলেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। কিন্তু ৪ ভোটে হারছেন জানার পরেই ব্যালট চিবিয়ে খেয়ে ফেলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। এই ঘটনায় রীতিমতো হইচই পড়েছিল রাজনৈতিক মহলে৷ এবার উঠল সার্টিফিকেট চিবিয়ে খাওয়ার অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *