কলকাতা: অনৈতিক বদলি রুখতে এবার রাজ্যের শিক্ষা দফতরের সিদ্ধান্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়র কথা ভেবে নিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বা STEA। তারা এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, যে অনৈতিক, প্রতারণামূলক রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তারা শীঘ্রই সুপ্রিম কোর্টে ‘স্পেশ্যাল লিভ পিটিশন’ দায়ের করবে।
সংগঠনের বক্তব্য, 10C সংক্রান্ত ডিভিশন বেঞ্চের সাম্প্রতিক যে রায় তাকেই চ্যালেঞ্জ করছেন তারা। রাজ্য শিক্ষা দফতরের সিদ্ধান্তের কারণে ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকাগণ সীমাহীন মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন বলে দাবি তাদের। একই সঙ্গে তাঁদের ক্ষোভ না আছে নতুন নিয়োগ, না আছে কোনও দূরদর্শিতা। তাই বঙ্গে বিদ্যালয় শিক্ষা আজ উঠে যাওয়ার মুখে। তাই তারা দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ জানান, অসংখ্য শিক্ষকের সহায়তাই এই মামলা করার মূল চালিকাশক্তি। ট্রান্সফার পলিসি তৈরি না করে যত্রতত্র বদলি রুখে দেওয়ার জন্য কোমর বেঁধে লড়াইয়ে নামছেন তারা। গোটা বিষয়টি সম্পর্কে সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি ই-মেইল মারফৎ জানিয়ে দিয়েছেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার অফ স্কুল এডুকেশন, মধ্যশিক্ষা পর্ষদের সচিব এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। এর পাশাপাশি জনসচেতনতা কর্মসূচির অঙ্গ হিসাবে জেলায় জেলায় এবং সমস্ত বড় শহরগুলিতে মিটিং, মিছিল, সেমিনারও করবে এই সংগঠন।