কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর রহস্য মৃত্যু নিয়ে এবার বিস্ফোরক তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এই ঘটনায় তিনি বিঁধেছেন বাম ছাত্র সংগঠনকে৷
উল্লেখ্য, স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে ব়্যাগিং তত্ত্ব। হোস্টেলের অন্যান্য পড়ুয়াদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে যে, মৃত্যুর আগে স্বপ্নদীপ মদ্যপান করেননি। তিনি একেবারে স্বাভাবিক খাবার খেয়েছিলেন। তবে বুধবার অস্বাভাবিক আচরণ করছিলেন। বারবার বলছিলেন যে ‘আই অ্যাম নট আ গে’ (আমি সমকামী নই)। তাহলে কি তাঁকে সমকামী বলে দাগিয়ে ব়্যাগিং করা হচ্ছিল? সেই প্রশ্ন কিন্তু উঠেছে। আপাতত ঘটনার তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে ফেসবুক পোস্টে বোমা ফাটালেন দেবাংশু।
বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য বাম ছাত্র সংগঠনকে দায়ী করে৷ তিনি লেখেন, ‘যাদবপুরের ভাইটাকে নিয়ে আলোচনা নেই। টিভিতে বিতর্ক নেই। প্রতিবাদ নেই..মিছিল নেই! কারণ? খুনির নাম বাম ছাত্র সংগঠন।’ স্বপ্নদীপের মামা অরূপ কুণ্ডু তাঁর ভাগ্নের মৃত্যুর জন্য ব়্যগিংয়কেই দায়ী করেছেন৷ ব়্যাগিংয়ের তত্ত্ব উঠে আসছে যাদবপুরের পড়ুয়াদের মধ্যে থেকেও। ব়্যাগিং-এর প্রশ্নে আবার যাদবপুরের প্রাক্তনীদের নামও জড়িয়ে পড়ছে। তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে না পড়লেও বহাল তবিয়তে হস্টেলে এসে থাকতেন বলেই অভিযোগ৷ এদিকে স্বপ্নদীপের মৃত্যুর খবর পেয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্যাম্পাসে তাঁর গাড়ি ঢুকতেই স্লোগান ওঠে – ‘উই ওয়ান্ট জাস্টিস ফর স্বপ্নদীপ কুণ্ডু’। যাদবপুরের হস্টেলেও গিয়েছিলেন রাজ্যপাল৷