কলকাতা: তুঙ্গে রাজ্য-রাজভবন সংঘাত৷ রাজ্যপাল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে সরানোর নির্দেশ দিতেই আরও তীব্র হল রাজভবনের সঙ্গে রাজ্যের শিক্ষা দফতরের সংঘাত৷ নিয়ম মেনে সুহৃতা পালকে উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। তার পরই উপাচার্য পদ থেকে সুহৃতা পালকে সরানোর নির্দেশ দেন রাজ্যপাল৷
অস্থায়ী উপাচার্য নিয়োগ ঘিরে শুরু হয়েছে রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে রাজ্যপালের দ্বৈরথ। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য বোস। এদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাফ জানিয়েছেন, সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্যের নিয়োগ করা উপচার্যদের স্বীকৃতি দেবে না রাজ্যের উচ্চশিক্ষা দফতর৷ এই পরই রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল। যার বিরোধিতা করে ব্রাত্য বলেছিলেন, ‘‘ উচ্চশিক্ষায় হস্তক্ষেপ করা হচ্ছে। রাজভবন থেকে আমাদের রাজ্যের উচ্চশিক্ষায় নজিরবিহীন হস্তক্ষেপ করা হচ্ছে।’’ এদিকে আবার রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) অস্থায়ী উপাচার্য গৌতম মজুমদার পদত্যাগ করেছেন। তাঁকে আবার নির্বাচন করেছিলেন রাজ্যপাল। ইস্তফা দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিতাভ দত্ত-ও। তাঁকেও অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করেছিলেন সিভি আনন্দ বোস।