কলকাতা: গ্রাম বাংলা জুড়ে শুরু হয়েছে পঞ্চায়েতের বোর্ড গঠনের পর্ব। কোথাও তৃণমূলকে সমর্থন দিচ্ছে বিজেপি। কোথাও আবার কংগ্রেসকে সমর্থন করছে তৃণমূল। রাজ্যজুড়ে এক অদ্ভূত সমীকরণ চলছে৷ এরই চর্চায় উঠে এল নন্দীগ্রাম-১ ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত৷ সেখানে প্রধান পদে বসেছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল। শোনা যাচ্ছে, সেখানে নাকি বিজেপি’র সমর্থন নিয়ে প্রধান হয়েছেন তিনি। বিজেপির তরফে আগেই সে কথা জানানো হয়েছিল৷ তৃণমূলের কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে সে কথা মেনে নিল শাসক দলের ব্লক নেতৃত্বও। এর পরেই ফেসবুকে পোস্ট করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷
শনিবার সকালে ফেসবুক পোস্টে শুভেন্দু সেখেন, ‘‘পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৬৫টি গ্রাম পঞ্চায়েতে সরাসরি বিজেপির প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়েছে। বাকি ১৪টি পঞ্চায়েতে আমাদের সমমনোভাবাপন্ন মেম্বারদের সমর্থনে বোর্ড গঠিত হয়েছে।’ সেই সঙ্গে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি তালিকাও প্রকাশ করেন বিরোধী দলনো। সেখানে মহম্মদপুরের প্রধান পদের জায়গায় লেখা রয়েছে, ‘বোর্ড ফর্মড উইথ সাপোর্ট।’ প্রসঙ্গত, পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে বিজেপির অবস্থান, আগেই স্পষ্ট করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর বক্তব্য ছিল, যেসব জায়গায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, সেই সব জায়গায় তৃণমূলের অফিশিয়াল প্যানেলের বাইরে যিনি থাকবেন, তাঁকেই সমর্থন করা হবে।