তারকেশ্বর: চলছে শ্রাবণ মাস৷ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার৷ মন্দিরে মন্দিরে উপচে পড়েছে ভিড়৷ তারকেশ্বরে ঘটেছে বিপুল ভক্ত সমাগম৷ এরই মাঝে কলকাতা সনাতনী সংস্কার ও সংযুক্তি সংঘের উদ্যগে তারকেশ্বরে শুরু হল শুদ্ধিকরণ অনুষ্ঠান৷ সংস্থার তরফে তারকেশ্বরে আগত পুণ্যার্থীদের কাছে আবেদন, তাঁরা যেন মহাদেবের নামে কুরুচিকর মন্তব্য না করেন৷ ইশ্বরের নামে অশ্লীল মন্তব্য না করেন৷ কারণ অনেকেই আপত্তিকর আচরণ করছে বলে অভিযোগ উঠেছে৷ এসব করা পাপ বলেই সংস্থার তরফে জানানো হয়েছে৷ কারণ শিব হলেন আদি পুরুষ৷
সংস্থার সম্পাদক শ্রদ্ধানন্দ মহারাজের আবেদন, আপনাদের আচরণে সনাতন ধর্মের মর্যাদা যেন ক্ষুন্ন না হয়৷ তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত সমস্ত রাস্তায় আধ্যত্মিক পরিবেশ বজায় রাখার আর্জি জানান তিনি৷ কোনও ভাবে তা যেন পিকনিক স্পটে পরিণত না হয়৷ তাঁর আর্জি, রাস্তায় অশ্লীল আচরণ করবেন না৷ সেই সঙ্গে তাঁর পরামর্শ, নিজের বাবা-মাকে সেবা করুন৷ তাহলে শিবশম্ভু অনেক বেশি খুশি হবেন৷ সমাজের কল্যাণ করুন৷ তিনি বলেন, পায়ে হেঁটে তারকেশ্বরে যেতে না পারলে ট্রেনে টেপে আসুন৷ কিন্তু কুকথা শুনবেন না৷ বা বলবেন না৷ দীর্ঘ পথের সঙ্গে যুদ্ধ করলে বাবা মহাদেবকে পাওয়া যাবে না৷ বরং তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেই লাভ করা যায়৷