ইউজিসি প্রতিনিধি দল আসছে না যাদবপুরে! কী কারণ

ইউজিসি প্রতিনিধি দল আসছে না যাদবপুরে! কী কারণ

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় প্রাথমিক রিপোর্ট চেয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। সেই রিপোর্ট পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানা গিয়েছিল, আগামীকাল অর্থাৎ বুধবার যাদবপুরে আসতে পারে ইউজিসি প্রতিনিধি দল। কিন্তু তারা আসছেন না। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত এমনটাই জানিয়েছেন। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি মানা হচ্ছে কি না, কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে, এইসব তথ্য ইউজিসি জানতে চেয়েছিল। স্বপ্নদীপের মৃত্যুর পর সেই সংক্রান্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠায়। এখন জানা গিয়েছে, এই রিপোর্টে তারা ‘সন্তুষ্ট’ হয়েছে। তাই বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল। রেজিস্ট্রারের দাবি, ইউজিসি তাদের রিপোর্টে সন্তুষ্ট হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে এও জানানো হয়েছে, ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে দফায় দফায় ইউজিসিকে রিপোর্ট দেবে তারা। 

সোমবার যাদবপুরে এসে সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেলেছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। আসলে গত চারদিন ধরে তিনি ক্যাম্পাসে আসেননি। তাহলে কোথায় ছিলেন তিনি, এই প্রশ্ন করতেই তিনি কেঁদে ফেলে জানান, অসুস্থ হয়ে মেডিক্যাল লিভ নিয়েছিলেন তাই গত চারদিন তাঁর ফোন বন্ধ ছিল। তাই তিনি আসেননি বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে এও বলেন, এই ঘটনার কথা শুনে তিনি মর্মাহত হয়েছেন। কোনও মায়ের কোল এইভাবে খালি হবে তা তিনি কল্পনা করেননি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 8 =