কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় আবার একবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর তাতে অস্বস্তি বাড়ল উচ্চপ্রাথমিকের প্যারা টিচারদের। নিয়োগ সংক্রান্ত মামলায় বুধবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকরা প্রাথমিকের পার্শ্বশিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। স্বাভাবিকভাবে আদালতের এই রায়ে ঘুম উড়েছে বহু চাকরিপ্রার্থীর।
এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, ২০২২ নিয়োগে উচ্চপ্রাথমিকের প্যারাটিচার বা পার্শ্বশিক্ষকরা আর প্রাইমারি প্যারাটিচার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। আদালত জানিয়েছে, দু’টি আলাদা প্রক্রিয়া। তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করা হয়েছে। এতে বহু নিয়োগ প্রার্থী এখন যে দিশাহারা হয়েছেন তা বলাই বাহুল্য। কিন্তু তারা কি অন্য কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? এখনও তা পরিষ্কার হয়নি।
প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এমন কোনও নির্দেশিকা নেই যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারির পার্শ্বশিক্ষককে নিয়োগ করা যায় না। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারির প্যারাটিচারদের ১০ শতাংশকে সুযোগ দিতে হবে। কিন্তু সেই রায় মানল না ডিভিশন বেঞ্চ।