কলকাতা: পূর্ব বর্ধমানের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানকে বিরাট জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে তদন্ত করানো হতে পারে। তবে আপাতত নির্দেশ দেওয়া হয়েছে, তাঁকে তাঁর সম্পত্তির পরিমাণ হলফনামা দিয়ে জানাতে হবে। কিন্তু ঠিক কোন মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে?
আসলে নির্দিষ্ট সময়ে প্যানেল প্রকাশ না করায় এবং দুই প্রার্থীকে চাকরি না দেওয়ায় পূর্ব বর্ধমানের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানকে দশ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। পাশাপাশি তিনি জানান, দুই মামলাকারীকে টাকা না দিলে তদন্তকারী সংস্থাকে দিয়ে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হবে। বিষয় হল, ২০১৫ সালে বর্ধমান লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষা দেন দুই মামলাকারী। চারজনের প্যানেলে তাদের ফলাফল জানতে না পেরে দুটি আরটিআই করেন তারা। এরপরই তারা জানতে পারেন, প্যানেলে প্রথমেই তাদের নাম আছে। তাই চাকরি না পেয়ে মামলা করেন দু’জন।
এই মামলায় বিচারপতি অনিরুদ্ধ রায় প্রাক্তন চেয়ারম্যানের কাছে জানতে চান কেন প্যানেল প্রকাশ করা হয়নি। সেই হলফনামায় সন্তুষ্ট না হয়ে এদিন বিচারপতি নির্দেশ দেন, দুই মামলাকারীকে ৫ লক্ষ টাকা করে দিতে হবে। টাকা না দিলে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হবে। আগামী ২৪ অগাস্ট মামলার পরের শুনানি।