বুকে ব্যথা, এসএসকেএমে ভর্তি করা হল সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে

বুকে ব্যথা, এসএসকেএমে ভর্তি করা হল সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে

 কলকাতা: আচমকা বুকে ব্যথা৷ এসএসকেএমে ভর্তি করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে৷  বুধবার বেলার দিকে হঠাৎ বুকে অস্বস্তি অনুভব করেন তিনি।  সূর্যকান্ত নিজেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম-এ নিয়ে আসার ব্যবস্থা করা হয়৷ আপাতত সেখানেই চিকিৎসা শুরু হয়েছে তাঁর৷ 

 

চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত সূর্যবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চেকআপের জন্য হাসপাতালেই থাকতে হবে৷ পার্টির হোল টাইমার হওয়ার পাশাপাশি সূর্যবাবু নিজেও একজন চিকিৎসক। যে কারণে বিপদের ইঙ্গিত পেয়েই আর ঝুঁকি নিতে চাননি৷ 

প্রতি বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। পলিটব্যুরোর সদস্য হিসাবে সূর্যকান্তও ওই বৈঠকে উপস্থিত থাকেন। কিন্তু বুধবার সকাল থেকেই শরীর খারাপ লাগায় আর আলিমুদ্দিন স্ট্রিটে যাননি৷ দুপুরে বুকে ব্যথা শুরু হতেই কলকাতায় বেকবাগানে মেয়ের বাড়ি থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রসঙ্গত, মেয়ের সঙ্গেই থাকেন সূর্যকান্ত৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ে সূর্যকান্তই দলের তরফে চিকিৎসকদের সঙ্গে কথা বলতেন। মেডিক্যাল বোর্ডের বৈঠকেও থাকতেন৷ গত বুধবার বুদ্ধদেব হাসপাতাল থেকে বাড়ি ফেরেন৷ আর  এই বুধবার হাসপাতালে ভর্তি হলেন সূর্যকান্ত। তাঁর বয়স এখন ৭৪। দলের এক কর্মী জানিয়েছেন, “এই মুহূর্তে সুর্যবাবু বিপদমুক্ত। তবে ওঁর এই পদক্ষেপকে চিকিৎসকেরা প্রশংসা করেছেন। তাঁরা বলছেন, এমন ব্যথা অনুভব হলে অনেকে বিশেষ পাত্তা দিতে চান না। যার ফলে ঝুঁকি বেড়ে যায়। সূর্যবাবু নিজে একজন চিকিৎসক হওয়ায় তাই ঝুঁকি না বাড়িয়ে সরাসরি হাসপাতালে পৌঁছন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + nineteen =