কলকাতা: যাদবপুরকাণ্ডে নিহত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যে সরকারের প্রতিনিধি দল। বুধবার দুপুরে নদিয়ার হাঁসখালির বগুলা গ্রামে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল৷ সেই দলে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা৷ এছাড়াও ছিলেন সাংসদ কাকলী ঘোষ দস্তিদার এবং দলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এদিন ব্রাত্য বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। ছেলের মৃত্যুর বিচার পাবেনই।’’ গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বাংলা অনার্সের প্রথম বর্ষের ওই পড়ুয়াকে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তার৷
এদিন তৃণমূলের প্রতিনিধি দলকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত ছাত্রের মা। তিনি বলেন, ‘‘ছেলেটা থেকেই ছেলেটা পড়াশোনায় ভাল ছিল। যাদবপুরে পড়তে চাইত, বলত, ওখানে ভর্তি করাবে তো মা? এমন জানলে তো ছেলেকে ওখানে পাঠাতাম না।”
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “পুরো পরিবারটা ভেঙে পড়েছে। বিধ্বস্ত গোটা পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিবারের সঙ্গে কথা বলেছেন। আমরাও আশ্বস্ত করার চেষ্টা করলাম, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে এই ঘটনায় ন’জন গ্রেফতার হয়েছে। বাকিরা কেউ ছাড়া পাবে না।”