কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুতে এখনও নানা বিষয় নিয়েই প্রশ্ন উঠেছে। তার মধ্যে সবথেকে বড় প্রশ্ন হল, ক্যাম্পাসে সিসিটিভি কেন ছিল না। অনেকেই দাবি করছেন, ক্যাম্পাসে বা হস্টেল করিডরে ক্যামেরা থাকলে এই মৃত্যু আটকানো যেত। বা কোনও অপরাধমূলক কারকর্মও আটকানো যায়। তবে এক সংবাদমাধ্যমের বিতর্ক সভায় অংশ নিয়ে সিসিটিভি ইস্যুতে যে মন্তব্য করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ তাতে কাটাছেঁড়া শুরু হয়েছে। সিপিএম নেতাকে চরম কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এই নিয়ে ফেসবুক পোস্টও করেছেন তিনি।
সিপিএম যুব নেতা শতরূপ ঘোষ আদতে দাবী করেছেন যে, সিসিটিভি থাকলেও মৃত্যু আটকানো সম্ভব নয়। এক্ষেত্রে তিনি রোহিত ভেমুলার মৃত্যু প্রসঙ্গ টেনেছিলেন। এই ইস্যুতেই তাঁকে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। ফেসবুক পোস্টে শতরূপকে একহাত নিয়ে তাঁর বক্তব্য, ”এই কারণেই সিপিএমকে এত ভালবাসি। টাফ প্রবলেম, সিম্পল লজিক, ইজি সলিউশন! ফায়ার ব্রিগেড থেকেও আগুন আটকানো যায়নি। ফায়ার ব্রিগেড তুলে দাও। সোয়েটার থেকেও শীত আটকানো যায়নি, তাই পরের শীত থেকে খালি গা। হাসপাতাল থেকেও মৃত্যু রোখা যায়নি, তাই হাসপাতাল উঠিয়ে দাও। ভোটার থেকেও সিপিএমকে জেতানো যায়নি, তাই ভোটারদেরই উপরে তুলে দাও! যদি এই স্টেটমেন্ট সত্য হয়, তাহলে বিরোধী হলেও কুর্নিশ জানাই।” কিন্তু শতরূপ ঘোষ আদতে কেন এমন মন্তব্য করেছেন?
আসলে সিপিএম নেতার বক্তব্য ছিল, হায়দরাবাদ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলার মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাস সিসিটিভি দিয়ে মোড়া সত্ত্বেও সেই মৃত্যু আটকানো যায়নি। আবার দেশের আইআইটিগুলিতে সিসিটিভি ক্যামেরা আছে, তা সত্ত্বেও সবচেয়ে বেশি র্যাগিং হয়। তাঁর যুক্তি, শুধু সিসিটিভি থাকলেই হবে না, র্যাগিং রুখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনি পদক্ষেপ করতে হবে।