কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর পর টনক নড়ল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। র্যাগিংয়ের অভিযোগ ছাড়াও একাধিক অভিযোগে এখন বিদ্ধ তারা। ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা না বসানো থেকে শুরু করে ক্যাম্পাসের ভিতরে অবাধ প্রবেশ ইস্যুতে উঠেছে নানা প্রশ্ন। অবশেষে এই নিয়ে পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানানো হয়েছে, এখন থেকে ক্যাম্পাসে প্রবেশে বাধ্যতামূলক হল আইডি কার্ড। কিন্তু এখনই বসছে না সিসিটিভি।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, এবার থেকে পরিচয় পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই নিয়ম কার্যকর হচ্ছে। যদিও সিসিটিভি কোথায় বা কবে বসানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছেন রেজিস্ট্রার। তবে এতটা জানানো হয়েছে যে, গুরুত্বপূর্ণ সব জায়গাতেই ক্যামেরা বসানো হবে। এদিকে আবার যাদবপুর-রিপোর্টে ইউজিসি ‘অসন্তুষ্ট’ হয়েছে বলে জানা গিয়েছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি মানা হচ্ছে কি না, কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে, এইসব তথ্য ইউজিসি জানতে চেয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে, তাদের প্রাথমিক রিপোর্টে ইউজিসি সন্তুষ্ট হয়েছে। কিন্তু এখন তারা নতুন করে রিপোর্ট চেয়েছে। গতকাল অর্থাৎ বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ইউজিসি প্রতিনিধি দলের। তবে তারা আসেননি। এখন রিপোর্ট তলব করা হল।