কলকাতা: এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট৷ আগামী দু’সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে৷ নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের।
এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই মামলার শুনানিতেই সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। দু’সপ্তাহ পর প্রসন্নর জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর৷
নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত প্রদীপ সিংকে জেরা করে উঠে আসে প্রসন্ন রায়ের নাম৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দাবি, নিয়োগ দুর্নীতির ঘটনায় ‘মিডলম্যান’ হিসাবে কাজ করেছে প্রসন্ন। নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি যুক্ত তিনি। গত বছরের অগাস্ট মাসে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হন প্রসন্ন৷
এদিন মামলাকারীর আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে বলেন, নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেফতার করলেও এখনও তাঁর বিরুদ্ধে কোনও তথ্য আদালতে দিতে পারেনি সিবিআই। অকারণে তাঁর মক্কেলকে আটকে রাখা হয়েছে বলেও দাবি তাঁর। দু’পক্ষের বক্তব্য শোনার পরেই সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব করে উচ্চ আদালত৷