কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে পুলিশ একটি ডায়েরি উদ্ধার করেছিল। গত ১০ আগস্ট হস্টেলের ৬৮ নম্বর ঘর থেকে উদ্ধার করা হয়েছিল প্রথম ডায়েরি। আর এবার মেন হস্টেলের ১০৪ নম্বর ঘর থেকে উদ্ধার করা হয় দ্বিতীয় ডায়েরিটি। এই দুই ডায়েরি নিয়ে এখন যত কৌতূহল বেড়েছে। পুলিশ মনে করছে, ঘটনার তদন্তে আরও বেশি সাহায্য মিলবে এই ডায়েরি থেকে।
এর আগে যে হলুদ রঙের ডায়েরি উদ্ধার হয়েছিল তাতে পাওয়া গিয়েছিল একটি চিঠি যা ডিন অফ স্টুডেন্টস রজত রায়ের উদ্দেশে লেখা হয়েছিল। ঘটনায় ধৃত পড়ুয়া দীপশেখর দত্ত জেরায় দাবি করে সে ওই ডায়েরি লিখেছিল। কিন্তু দ্বিতীয় ডায়েরি নিয়ে এখনও পোক্ত কিছু তথ্য সামনে আসেনি। প্রথম ডায়েরির ওই চিঠির তথ্য সামনে আসার পরই মেন হস্টেলের ১০৪ নম্বর ঘরে তল্লাশি অভিযানে ওই ডায়েরিটি উদ্ধার করা হয়। তবে দ্বিতীয় ডায়েরি থেকে কিছু মিলবে কিনা, এখনও তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।
গত ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এফ-২ ব্লকের নীচ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় প্রথম বর্ষের এক ছাত্রকে। ওই দিন রাতে মেন হোস্টেলে ঠিক কী কী ঘটেছিল, সেটাই খুঁজে বার করতে চাইছে পুলিশ। কেন না ছাত্রমৃত্যুর ঘটনায় উঠে এসেছে র্যাগিংয়ের অভিযোগ৷ ইতিমধ্যেই পড়ুয়া ও প্রাক্তনী মিলে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।