মুম্বই: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানা আমেরিকার জেলে বন্দি৷ আদালতের নির্দেশে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার এই ব্যবসায়ীকে এবার ভারতের হাতে তুলে দিতে চলেছে আমেরিকার সরকার। গত মে মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান রানা৷ তাঁর সেই আবেদন এখন ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে বিচারাধীন।
তবে প্রত্যর্পণের রায়ে স্থগিতাদেশ চেয়ে রানা যে আবেদন জানিয়েছিলেন, চলতি সপ্তাহে তা খারিজ হয়ে গিয়েছে। চূড়ান্ত রায় এখনও আসেনি৷ তবে তার আগে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন প্রত্যর্পণের নির্দেশনামায় সই করতে পারবেন। আমেরিকার বিদেশ দফতর সূত্রে তেমনটাই জানা গিয়েছে৷
মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির দীর্ঘ দিনের বন্ধু এই রানা৷ তাঁকে নিজেদের হাতে পেতে প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। সেই সময় সাড়া মেলেনি৷ পরবর্তী কালে রানাকে জামিনও দেওয়া হয়। ভারতের অভিযোগ, ২০০৮ সালের ২৬ নভেম্বর, পাকিস্তান থেকে ১০ লস্কর-ই-তইবা জঙ্গিকে মুম্বইয়ে পাঠানোর যে পরিকল্পনা করা হয়েছিল, রানা তাতে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ভারতের। ১৯৯৭ সালের দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রানাকে ভারতে পাঠানোর আবেদন জানায় ভারত৷ সেই আবেদনের ভিত্তিতেই ২০২০ সালের জুন মাসে রানাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ।