কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে৷ যাদবপুরকাণ্ডের পর নড়েচড়ে বসেছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও৷ ক্যাম্পাস ও হস্টেলে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানোর উদ্যোগ নিচ্ছে তারা। বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেলে ক্যামেরা বসাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের জন্যেও সম্পূর্ণ পৃথক হস্টেলের ব্যবস্থাও করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হস্টেলে বহিরাগতদের বারবারন্ত রুখতে হস্টেলের প্রতিটি রুমের নাম্বারিং করা হবে৷ পাশাপাশি রুমগুলিতে কোন কোন ছাত্র থাকছে, সেই তালিকাও তৈরি করা হবে। রুম নম্বর অনুযায়ী ছাত্রদের নামের তালিকা নোটিশ বোর্ডে লাগানো থাকবে। সেই তালিকা থাকবে হস্টেলের স্টুয়ার্ড, সুপার ও নিরাপত্তারক্ষীদের কাছেও৷ বিশ্ববিদ্যালয় নির্ধারিত ওই তালিকার বাইরে কারা হস্টেলগুলিতে ঢুকছে বা বেড়োচ্ছে, কোন রুমে যাচ্ছে, কাদের সঙ্গে দেখা করছে সব কিছু নথিভুক্ত করা হবে রেজিস্টার-বুকে। যাতে কড়া ভাবে রেজিস্টার মেনে চলা হয়, সেদিকে নজর দিতে বলা হয়েছে৷
কম বেশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের হস্টেলেই প্রাক্তনী কিংবা বহিরাগতদের আনাগোনা রয়েছে। সেদিকে কড়া নজর দিতে চাইছে কর্তৃপক্ষ। গত ১৪ অগাস্ট বৈঠকে বসেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে যাতে কোনওরকম সমস্যা না হয়, তার ব্যবস্থা করতেই এই বৈঠক৷ উপাচার্য আশিস পাণিগ্রাহীর ডাকা ওই বৈঠকে উপস্থিত ছিলেন দুই ডিন, রেজিস্ট্রার, অন্যান্য আধিকারিকরা৷