আজব নিয়ম! রাত ১০টার পর করা যাবে না বিয়ের…

আজব নিয়ম! রাত ১০টার পর করা যাবে না বিয়ের…

ইসলামাবাদ: আজব নিয়ম। রাত ১০টার  পর ইসলামাবাদ শহরে বিয়ে নিষিদ্ধ করল পাকিস্তান। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশেই ইসলামাবাদে ১০টার পর বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত বিদ্যুতের সংরক্ষণ ও তীব্র আর্থিক সঙ্কটের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পাক প্রশাসন ইসলামাবাদ শহরে ১০টার পর বিয়ের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা কঠোরভাবে পালনের জন্য নির্দেশ জারি করেছে। পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা পালন না করলে শহরবাসীকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এছাড়াও পাকিস্তানে বিয়ে বাড়িতে যে কোনও এক ধরনের খাদ্য পরিবেশন করা সম্ভব। এছাড়াও পাকিস্তানে একাধিক আইন চালু হয়েছে বলে জানা গিয়েছে। 
জানা গিয়েছে, বর্তমানে পাকিস্তান তীব্র বিদ্যুৎ সঙ্কটের মুখে পড়েছে। এর জেরে পাক অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। লোড শেডিং  ইসলামাবাদের মতো শহরে দৈনন্দিন ঘটনা ঘটতে শুরু করেছে। বিদ্যুতের ব্যবহার কমাতে পাকিস্তানে শনিবার ছুটি ফিরিয়ে আনা হয়েছে। তারপরেও ইসলামাবাদে কমপক্ষে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। তবে পাক সরকারের তরফে জানানো হয়েছে, একমাস আগের থেকে বর্তমান অবস্থা অনেকটাই ভালো হয়েছে। 

বর্তমানে পাকিস্তানে আর্থিক অস্থিরতা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের বিরোধীরা একজোট হয়ে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে আনে। এরপরেই বিরোধী দলনেতা শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়। এরপরেও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা কাটেনি। ইমরান খান ক্রমাগত পাকিস্তানে সাধারণ নির্বাচনের জন্য দাবি জানাচ্ছেন। পাকিস্তান বর্তমানে দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছে। একটা দল শাহবাজ শরিফের সরকারকে সমর্থন করছে তো আর একটি দল ইমরান খানকে সমর্থন করছে। আর্থিক সঙ্কটের জেরে পাকিস্তানে দ্রব্য মূল্যের বৃ্দ্ধি শুরু হয়েছে। সাধারণ মানুষের দুবেলা খাবার জোটানো দুরহ হয়ে উঠেছে। শাহবাজ শরিফ জানিয়েছেন, দেশে রাজনৈতিক স্থিতিবস্থা না আসা পর্যন্ত কোনওভাবেই অর্থিক সঙ্কট কাটবে না। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *