কলকাতা: শিক্ষক নিয়োগ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে এখন দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দলের বহু নাম। পঞ্চায়েত ভোটের সময়েই নানাবিধ অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হিংসা, অশান্তি, খুন, বোমাবাজি, কোনও কিছু নিয়েই অভিযোগ বাদ যায়নি। ভোটে ভালো ফল করার পর বোর্ড গঠন নিয়েও উত্তেজনা ছড়িয়েছে। এই আবহে দলের প্রধানদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। স্পষ্ট ভাষায় তিনি জানান, দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকলেই দল থেকে বার করে দেওয়া হবে তাকে।
সম্প্রতি নবনির্বাচিত ভাঙড় ২ ব্লক অধীনস্থ ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান ও নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেন শওকত মোল্লা, আরাবুল ইসলামরা। সেই বৈঠক থেকেই এই কড়া বার্তা দেওয়া হয়েছে। আসলে এই মুহূর্তে দুর্নীতি ইস্যুতে দলের যা অবস্থা তাতে বিরোধীরা যে সুবিধা পাচ্ছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর এই বিষয়টি যে দলের নেতারাও বুঝেছেন তাও পরিষ্কার। সেক্ষেত্রে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই কার্যত সাবধান হওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই দলের প্রধানদের উদ্দেশে বড় বার্তা দিয়ে রাখছেন শওকতরা বলে ধারনা বিশ্লেষকদের।
শওকত মোল্লা এই বৈঠক থেকে স্পষ্টভাবেই জানিয়েছেন, যে যত বড় প্রধান হোক না কেন, দুর্নীতির সঙ্গে কোনও রকম যোগ পেলেই তাঁকে পদ থেকে সরানো হবে। নিজের সম্মান বাঁচাতে চাইলে কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হবে বলেই হুঁশিয়ারি তাঁর। পাশাপাশি সংগঠনকে মজবুত করার জন্য একাধিক নির্দেশ দেন তিনি।