কলকাতা: যাদবপুরের পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে গ্রেফতারির সংখ্যা ৯ থেকে বেড়ে হল ১২। শুক্রবার সকাল থেকেই এক বর্তমান এবং দুই প্রাক্তন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। রাতের দিকে তাদের গ্রেফতার করা হয়। একাধিক ক্ষেত্রে বয়ানে অসঙ্গতি থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া প্রথম বর্ষের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। র্যাগিং সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জানার চেষ্টা চলছে।
সিনিয়রদের ঘরে ঘরে ‘ইন্ট্রো’ দেওয়া থেকে শুরু করে হস্টেলের রেলিং ধরে হাঁটা, বিবস্ত্র হয়ে নাচা, যাদবপুরের হস্টেলের ভিতরের চিত্র কিছুটা প্রকাশ্যে এসে গিয়েছে। একাধিক ছাত্রের বয়ানে এই তথ্য পেয়েছে পুলিশ। নতুন করে জিজ্ঞাসাবাদে তারা আরও জানতে পেরেছে, সিনিয়রদের অনুমতি ছাড়া বাড়িতে ফোন করতে পারত না তারা। এমনকি ফোন করার সময়ে সিনিয়ররা উপস্থিত থাকত কথা শোনার জন্য। পাশাপাশি হস্টেলের ঘর থেকে শুরু করে শৌচালয় সবই তাদের পরিষ্কার করতে হত। এবার মৃত ছাত্রের সঙ্গেও এমন আচরণ হয়েছিল কিনা, সেটা স্পষ্টভাবে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আপাতত পুলিশ এটাও জানতে পেরেছে, মেন হস্টেলের এ-২ ব্লকের তিনতলার বারান্দা থেকে আছড়ে পড়া ছাত্রকে যখন হাসপাতালে পাঠানোর তোড়জোড় চলেছে, তখনই নাকি এক বৈঠক চলে হস্টেলের নীচে। এই বৈঠক গ্রেফতার হওয়া প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী ডেকেছিল বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, ঘটনা সম্পর্কে বাকি ছাত্রদের বয়ান যাতে এক হয়, সেই চেষ্টাই করা হয়েছিল এই বৈঠক থেকে।